সোমবার, ২৪ মার্চ, ২০২৫
26 Mar 2025 03:51 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রæত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমা হস্তান্তর করার আহবান জানান। তিনি আরও বলেন, বিএনপি জনমুখী দল, আমরা জনগণকে সাথে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। বর্তমানে জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
সোমবার বগুড়ার কাহালুর শীতলাই ক্লাব ঘরের সামনে খোলা মাঠে মুরইল ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মুরইল ইউনিয়ন ৬ নম্বর বিএনপির সভাপতি বাদশা প্রামানিক।
উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, কাহালু পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মুঞ্জু, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুরইল ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।